চড়ুইভাতি বলতে আমরা বুঝি শিশুরা অল্প পরিমাণ ভাত ও অল্প পরিমাণ তরকারি রান্না করে সবাই মিলেমিশে কোন এক বনে গিয়ে ভোজন করা। চড়ুই ভাতি বলতে বর্তমানে আমরা Picnic বুঝি। খাবারের ধরণ: ১. অল্প পরিমাণ ভাত ২. বাদাম ভর্তা ৩. বেগুন ভাজি ৪. ধনে পাতা ভর্তা ৫. কচু ভর্তা ৬. আলুর দম ৭. আলু পোড়া ৮. চাটনি ৯. সালাদ
0 Comments